50+ বিশ্বের কোন শহরকে কি বলা হয় PDF

5/5 - (1 vote)

বিশ্বের কোন শহরকে কি বলা হয় এমন প্রশ্ন বাংলাদেশের বিভিন্ন পরিক্ষায় প্রায় এসে থাকে ৷ যেমনঃ বিশ্বের রাজধানী বলা হয় নিউইয়র্ক শহরকে ৷ নিউইয়র্ক শহরকে একই সাথে বিগ আপেল নগরীও বলা হয় ৷ আবার বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের শহর ও রিকশার শহর ৷ ইটালির রোম শহরকে বলা হয় চির শান্তির শহর, সাত পাহাড়ের শহর, নীরব শহর ইত্যাদি ৷ সুতরাং এসকল প্রশ্ন গোছালোভাবে সহজে মুখস্থ করার জন্য আজকের প্রচেষ্ঠা ৷ তাছাড়াও বিশ্বের কোন শহরকে কি বলা হয় PDF আকারে সহজে শিখতে পারবেন ৷ আশা করি উপকৃত হবেন ৷ এরকম গুরুত্ত্বপূর্ণ টপিকসগুলো পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

বিশ্বের কোন শহরকে কি বলা হয় PDF

বিশ্বের কোন শহরকে কি বলা হয়

নংপ্রশ্নউত্তর(শহর)
০১.বিশ্বের রাজধানীর বলা হয়নিউইয়র্ক ৷
০২.মোটর গাড়ির শহর বলা হয়—ডেট্রয়েট ৷
০৩.বিগ আপেল বলা হয়—নিউইয়র্ককে ৷
০৪.বাজারের শহর বলা হয়—কায়রো ৷
০৫.মসজিদের শহর বলা হয়—ঢাকা ৷
০৬.সাত পাহাড়ের শহর বলা হয়—রোম ৷
০৭.রিকশার শহর বলা হয়—ঢাকা ৷
০৮.ফরাসি বিপ্লবের জননী বলা হয়—প্যারিস ৷
০৯.গোলাপি শহর বলা হয়—ভারতের জয়পুর ৷
১০.Gulf Tiger বলা হয়—দুবাই ৷
১১.চির শান্তির শহর বলা হয়—রোমকে ৷
১২.দক্ষিণের রানী বলা হয়—সিডনি ৷
১৩.বাতাসের শহর বলা হয়—শিকাগো ৷
১৪.থর মরুভূমির প্রবেশদ্বার বলা হয়—জয়পুর ৷
১৫.পৃথিবীর কসাইখানা বলা হয়—শিকাগো ৷
১৬.পৃথিবীর রাসায়নিক রাজধানী বলা হয়—উইলসিংটন ৷
১৭.নিশাচর শহর বলা হয়—কায়রো।
১৮.প্রাসাদ নগরী বলা হয়—কলকাতা ৷
১৯.বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয়—ঠাকুরগাঁও ৷
২০.Tech City বলা হয়—পূনেকে ৷
নংপ্রশ্নউত্তর(শহর)
২১.প্রাচ্যের ডান্ডি বলা হয়—নারায়ণগঞ্জ, বাংলাদেশ ৷
২২.সম্মেলনের শহর বলা হয়—জেনেভা ৷
২৩.স্বর্ণের শহর বলা হয়—জোহান্সবার্গ ৷
২৪.হ্রদের শহর বলা হয়—হায়দ্রাবাদ ।
২৫.নীরব শহর বলা হয়—রোম ৷
২৬.City of literature বলা হয়—এডিনবার্গ (যুক্তরাজ্য) ৷
২৭.বাংলাদেশের বাণিজ্যিক
রাজধানী বলা হয়—
চট্টগ্রাম ৷
২৮.ভারতের সুইজারল্যান্ড বলা হয়—কাশ্মীর উপত্যকাকে ৷
২৯.বাংলাদেশের শিক্ষা নগরী
বলা হয়—
ময়মনসিংহ ৷
৩০.বাংলার ভেনিস বলা হয়—বরিশাল ৷

বিশ্বের কোন শহরকে কি বলা হয় PDF Download

বিশ্বের কোন শহরকে কি বলা হয় পিডিএফ আকারে দেওয়া হলো ৷ ফাইলটি ডাউনলোড করে রেখে দিন ৷ যেকোনো সময় একনজর দেখে নিতে পারেন ৷

  • File Name: বিশ্বের কোন শহরকে কি বলা হয় PDF
  • Category: টপিকস ফর এক্সাম(PDF)
  • File Size: 83.0KB
  • Download PDF: Drive Link