উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের বাংলাসাহিত্যের কবিতাপাঠের “বিদ্রোহী কবিতার” গুরুত্বপূর্ণণ কিছুু MCQ.

বিদ্রোহী কবিতার mcq
১/ বিদ্রোহী কবিতার প্রথম চরণ কোনটি?
ক) বল বীর
খ) বল উন্নত মম শির
গ) আমি দুর্বার
ঘ) বিদ্রোহী রণক্লান্ত
উত্তরঃ ক) বল বীর
২/ “শির নেহারি’ আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!”— এখানে মূলত কী প্রকাশ পেয়েছে?
ক) তীব্র আত্মবিশ্বাস
খ) প্রবল অহংকার
গ) চরম দুঃসাহস
ঘ) বিপুল প্রত্যাশা
উত্তরঃ ক) তীব্র আত্মবিশ্বাস
৩/ কবির শির দেখে কী নতশির হয়ে যায়?
ক) হিমালয় শিখর
খ) পৃথিবীর মানুষ
গ) পৃথিবীর বৃক্ষরাজি
ঘ) অত্যাচারী শাসককুল
উত্তরঃ ক) হিমালয় শিখর
৪/ কবি নিজেকে কীসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন?
ক) নিখিল পৃথ্বীর
খ) বিশ্ব বিধাতৃর
গ) মহা-প্রলয়ের
ঘ) শিখর হিমাদ্রির
উত্তরঃ গ) মহা-প্রলয়ের
৫/ কবি নিজেকে পৃথিবীর কী হিসেবে ঘোষণা করেছেন?
ক) আশীর্বাদ
খ) অভিশাপ
গ) শান্তির দূত
ঘ) দীর্ঘশ্বাস
উত্তরঃ খ) অভিশাপ
৬/ কবি সব ভেঙ্গে চুরে চুরমার করেন কেন?
ক) তিনি অশান্ত বলে
খ) নতুনের আবাহনে
গ) ক্ষমতা প্রদর্শনের জন্য
ঘ) তিনি অভিশপ্ত হওয়ায়
উত্তরঃ খ) নতুনের আবাহনে
৭/ যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলকে কবি কীভাবে অতিক্রম করেন?
ক) দলে যান
খ) ভেঙে যান
গ) পিষে যান
ঘ) মেনে নেন
উত্তরঃ ক) দলে যান
৮/ কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন?
ক) ভয়ংকর
খ) বিধ্বংসী
গ) এলোকেশে
ঘ) বিদ্রোহী
উত্তরঃ এলোকেশে
৯/ কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?
ক) বিশ্ব-বিধাতার
খ) ভারত-মাতার
গ) জন্মভূমির
ঘ) স্বীয় ধর্মের
উত্তরঃ ক) বিশ্ব-বিধাতার
১০/ কবির এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, অন্য হাতে কী?
ক) ইস্রাফিলের শিঙ্গা
খ) পরশুরামের কুঠার
গ) রণ-তূর্য
ঘ) খড়গ-কৃপাণ
উত্তরঃ গ) রণ-তূর্য