বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?

5/5 - (2 votes)

প্রশ্নঃ বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?

অথবা, Barishal Kon Nodir Tire Obosthito?

()মেঘনা
()করতোয়া
()আড়িয়াল খাঁ
()কীর্তনখোলা

উত্তরঃ ঘ) কীর্তনখোলা

ব্যাখ্যাঃ বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত ৷

বরিশাল কোন নদীর তীরে অবস্থিত

একনজর দেখে নিইঃ

  • তুরাগ নদের তীরে অবস্থিত-টঙ্গী৷
  • মধুমতি নদীর তীরে অবস্থিত-গোলাগঞ্জ৷
  • মধুমতি নদীর তীরে অবস্থিত-টুঙ্গীপাড়া৷
  • শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত-ঘোড়াশাল৷
  • পদ্মা নদীর তীরে অবস্থিত-সারদা৷
  • কুশিয়ারা নদীর তীরে অবস্থিত-ফেঞ্চুগঞ্জ৷
  • সুগন্ধা নদীর তীরে অবস্থিত-নলছিটি৷
  • মেঘনা নদীর তীরে অবস্থিত-আশুগঞ্জ৷
  • বরিশালের পূর্ব নাম কি?

    উত্তরঃ বাকিলা, চন্দ্রদ্বীপ এবং ইসলামপুর।

  • মুক্তিযুদ্ধের সময় বরিশাল কোন সেক্টরের অধীনে ছিল?

    উত্তরঃ ৯নং৷

  • প্রাচীন বাংলায় বরিশাল কোন জনপদের অন্তর্ভুক্ত?

    উত্তরঃ বঙ্গ ৷