HSC ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর সাথে PDF

5/5 - (1 vote)

উচ্চমাধ্যমিক ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ: উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের পরিক্ষায় বাংলা প্রথমপত্র/বাংলা সাহিত্যে “ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা” থেকে বহুনির্বাচনি প্রশ্ন এসে থাকে ৷ কবিতাটি কবি শামসুর রহমান ‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ৷ শিক্ষার্থী ভাই-বোনদের পড়ার সুবিধার্থে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা থেকে কিছু গুরুত্ত্বপূর্ণ MCQ উত্তরসহ দেওয়া হয়েছে ৷ আশা করি উপকৃত হবেন ৷ HSC সকল কবিতা/গল্পের MCQ পেতে আমাদের সাথেই থাকুন ৷ ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর ৷

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ | ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

শামসুর রাহমানঃ—(কবি পরিচিতি সংক্ষেপে)

  1. শামসুর রাহমান জন্মগ্রহণ করেন— ঢাকায় ।
  2. শামসুর রাহমানের জন্ম— ১৯২৯ খ্রিষ্টাব্দের ২৩ এ অক্টোবর।
  3. শামসুর রাহমানের পৈতৃক নিবাস – নরসিংদী জেলার পাড়াতলি গ্রামে ।
  4. শামসুর রাহমানের প্রথম কবিতা প্রকাশিত হয়— ‘সাপ্তাহিক সোনার বাংলা’ পত্রিকায় ৷
  5. শামসুর রাহমানের কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য— নগর জীবনের যন্ত্রণা ও একাকিত্ব ।
  6. ‘রৌদ্র করোটিতে’ কাব্যগ্রন্থের রচয়িতা – শামসুর রাহমান । ৭. ‘বন্দি শিবির থেকে’ কাব্যগ্রন্থটি রচনা করেন— শামসুর রাহমান ।
  7. শামসুর রাহমান অর্জন করেন— আদমজি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার।
  8. শামসুর রাহমান মৃত্যুবরণ করেন— ২০০৬ খ্রিষ্টাব্দের ১৭ই আগস্ট।

কবিতার শিখনফলঃ

  • ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণআন্দোলনের প্রেক্ষাপট।
  • শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে গণমানুষের ক্ষুব্ধ প্রতিক্রিয়া।
  • জাতীয়তাবোধের উজ্জীবন ও দেশাত্মবোধের প্রেরণা।
  • নব আঙ্গিকে একুশের চেতনার উজ্জীবন ৷
  • বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনায় গণআন্দোলনের প্রেক্ষাপট।

HSC ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ | ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

১. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি কোন ছন্দে রচিত?

(ক)অমিত্রাক্ষর
(খ)গদ্যছন্দ
(গ)যুক্তাক্ষর
(ঘ)মাত্রাবৃত্ত

উত্তরঃ (খ) গদ্যছন্দ

২. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

(ক)রৌদ্র করোটিতে
(খ)বিধ্বস্ত নীলিমা
(গ)নিজ বাসভূমে
(ঘ)বন্দী শিবির থেকে

উত্তরঃ (গ) নিজ বাসভূমে

৩. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কৃষ্ণচূড়া কিসের প্রতীক?

(ক)রক্তের
(খ)স্বপ্নের
(গ)প্রেরণার
(ঘ)বেদনার

উত্তরঃ (গ) প্রেরণার

৪. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় বর্ণমালাকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?

(ক)নক্ষত্র
(খ)রক্ত
(গ)ফুল
(ঘ)রৌদ্র

উত্তরঃ (ক) নক্ষত্র

৫. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় রক্তের বুদ্বুদ বলতে কি বুঝানো হয়েছে?

(ক)রক্তের তেজ
(খ)শহিদের স্মৃতি
(গ)অবিনাশী বর্ণমালা
(ঘ)কৃষ্ণচূড়া ফুল

উত্তরঃ (খ) শহিদের স্মৃতি

৬. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কার চোখে আজ আলোচিত ঢাকা?

(ক)রফিকের
(খ)জব্বারের
(গ)সালামের
(ঘ)বরকতের

উত্তরঃ (গ) সালামের

৭. ফেব্রুয়ারি 1969 কবিতা একুশের চেতনার রং কি?

(ক)লাল
(খ)পীত
(গ)নীল
(ঘ)কালো

উত্তরঃ (ক) লাল

৮. ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় হৃদয়ের হরিৎ উপত্যকা বলতে কী বোঝানো হয়েছে?

(ক)হৃদয়ের উপত্যকাকে
(খ)বধ্যভূমিকে
(গ)পূর্ব বাংলাকে
(ঘ)রাজপথকে

উত্তরঃ (গ) পূর্ব বাংলাকে

৯. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় সালামের হাত থেকে কী ঝরে?

(ক)বর্ণমালা
(খ)বন্দুকের গুলি
(গ)পতাকা
(ঘ)রক্ত

উত্তরঃ (ক) বর্ণমালা

১০. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে?

(ক)জনগণ
(খ)বরকত
(গ)সালাম
(ঘ)বিপ্লবী

উত্তরঃ (খ) বরকত

১১. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কার মুখকে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে?

(ক)রফিক
(খ)বরকত
(গ)সালাম
(ঘ)জব্বার

উত্তরঃ (গ) সালাম

১২. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?

(ক)জবা
(খ)গোলাপ
(গ)কৃষ্ণচূড়া
(ঘ)পলাশ

উত্তরঃ (গ) কৃষ্ণচূড়া

১৩. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কে শূন্যে ফ্ল্যাগ তোলে?

(ক)বরকত
(খ)সালাম
(গ)জব্বার
(ঘ)রফিক

উত্তরঃ (খ) সালাম

১৪. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার লাইন কয়টি?

(ক)২৭
(খ)২৮
(গ)২৯
(ঘ)৩০

উত্তরঃ (খ) ২৮

১৫. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় আবার সালাম নামে রাজপথে কেন?

(ক)ভাষা সংগ্রামে যোগ দিতে
(খ)জাতিগত দাঙ্গা প্রতিরোধ করতে
(গ)ঘাতকের আস্তানা ধ্বংস করতে
(ঘ)গণজাগরণে যোগ দিতে

উত্তরঃ (ঘ) গণজাগরণে যোগ দিতে

আরও তথ্যঃ—(এক নজর দেখে নেই)

প্রিয় ভিউয়ার, উপরে এইচএসসি ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার MCQ শিখেছেন ৷ এখন এই কবিতা কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য জেনে নিন ৷ যেখানথেকে প্রায় MCQ আকারে আসতে পারে ৷

  • একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং ।
  • কৃষ্ণচূড়া ফুলকে কবির মনে হয়েছে— শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ।
  • গণ-আন্দোলন বলতে বোঝায়— ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান।
  • স্বাধীনতা আন্দোলন হয়েছিল — ১৯৭১ সালে।
  • নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝরে- সালামের হাতে।
  • বর্ণমালাকে রক্ষায় ঘাতকের থাবার সম্মুখে বুক পেতেছিল— সালাম ।
  • সালামের হাত থেকে নক্ষত্রের মতো বর্ণমালার ঝরে পড়ার অনুষঙ্গটি— ভাষা-শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়।
  • সালাম, বরকত, রফিক, জব্বার, শহিদ হয়েছিলেন— ভাষা আন্দোলনে ।
  • ভাষা শহিদদের আত্মত্যাগের ফলে বাংলা ভাষা-রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করেছিল ।
  • দেশপ্রেমের কারণে আত্মত্যাগ করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
  • ভাষা-শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফুটে উঠেছে- মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি গভীর অনুরাগ।
  • আবার নিবিড় হয়ে শহরের পথে থরে থরে ফুটেছে— কৃষ্ণচূড়া। ‘কৃষ্ণচূড়া’ ফুলকে কবির কখনো কখনো মনে হয় — শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ ।
  • ‘কৃষ্ণচূড়ার’ বিপরীত রং মানুষের মনে আনে – সন্ত্রাস।
  • কৃষ্ণচূড়ার বিপরীত রঙে সকাল-সন্ধ্যা ছেয়ে গিয়ে সারাদেশ হয়েছে— ঘাতকের অশুভ আস্তানা।
  • চতুর্দিকে তছনছ হচ্ছে— মানবিক বাগান, কমলবন ।
  • কবি উনিশশো উনসত্তরেও আবার রাজপথে নামতে দেখেছেন-সালামকে।
  • ঘাতকের থাবার মুখে আবার বুক পাতছেন— বরকত।
  • সালামের মুখে কবি দেখছেন— তরুণ শ্যামল পূর্ব বাংলা ।
  • সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে— অবিনাশী বর্ণমালা ।
  • হৃদয়ের হরিৎ উপত্যকায় যে ফুল ফোটে তা জন্ম নেয়- বীরের রক্তে ও দুঃখিনী মায়ের অশ্রুজলে।
  • আমাদের প্রাণ— হৃদয়ের হরিৎ উপত্যকায় ফোটা ফুল ।
  • প্রতিবছর শহরের পথে পথে— কৃষ্ণচূড়া ফুল ফোটে।
  • ভাষা-শহিদদের রক্তের বুদ্বুদ — কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে।
  • কৃষ্ণচূড়ার স্তবকে স্তবকে মূর্ত হয়ে ওঠে— ভাষা-শহিদদের ত্যাগ ও মহিমা ।
  • মানবিক বাগান বলতে কবি বুঝিয়েছেন— মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎকে।
  • কবি ‘কমলবন’ প্রতীকটি ব্যবহার করেছেন— মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎকে বোঝাতে।
  • ১৯৫২ সালের ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন রূপ নেয়— গণঅভ্যুত্থানে ।
  • গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেন— সকল শ্রেণি-পেশার মানুষ ।
  • ছয় দফা ঘোষণা করেন— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  • ‘সেই ফুল আমাদেরই প্রাণ’ এখানে ফুল হলো— বাংলা ভাষা।
  • ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি সংকলিত হয়েছে— ‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থ থেকে।
  • ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি — দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান হয়েছিল— পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে।
  • ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটির পটভূমি— ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ।
  • ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় দেশের জন্য আত্মাহুতি দানকারীদের স্মরণ করেছেন— গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে।
  • ১৯৬৯ সালে এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে— জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে।
  • ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি— গদ্যছন্দে রচিত ।

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্নঃ

  1. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি কোন ছন্দে রচিত?

    উত্তরঃ ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি যে ছন্দে রচিত, তা হলো— গদ্য ছন্দে ৷

  2. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

    উত্তরঃ ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি “নিজ বাসভূমে” কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ৷

  3. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কৃষ্ণচূড়া কিসের প্রতীক?

    উত্তরঃ ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কৃষ্ণচূড়া প্রেরণার প্রতীক হিসেবে পরিচিত ৷

  4. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় রক্তের বুদ্বুদ বলতে কি বুঝানো হয়েছে?

    উত্তরঃ ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় রক্তের বুদ্বুদ বলতে “শহিদের স্মৃতি” বুঝানো হয়েছে ৷

  5. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কার চোখে আজ আলোচিত ঢাকা?

    উত্তরঃ ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় সালামের চোখে আজ আলোচিত ঢাকা ৷

  6. ফেব্রুয়ারি 1969 কবিতা একুশের চেতনার রং কি?

    উত্তরঃ ফেব্রুয়ারি 1969 কবিতা একুশের চেতনার রং লাল ৷

  7. ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় হৃদয়ের হরিৎ উপত্যকা বলতে কী বোঝানো হয়েছে?

    উত্তরঃ ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় হৃদয়ের হরিৎ উপত্যকা বলতে পূর্ব বাংলাকে বোঝানো হয়েছে ৷

  8. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় সালামের হাত থেকে কী ঝরে?

    উত্তরঃ ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় সালামের হাত থেকে বর্ণমালা ঝরে ৷

  9. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে?

    উত্তরঃ ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে বরকত ৷

  10. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কার মুখকে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে?

    উত্তরঃ ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় সালামের মুখকে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে ৷

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতোক্ষনে HSC ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর শিখেছেন ৷ এরকম অন্যান্য কবিতা/গল্পের এমসিকিউ পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷