পদ্মা নদীর উৎপত্তি কোথায়?

5/5 - (2 votes)

প্রশ্নঃ পদ্মা নদীর উৎপত্তি কোথায়?

অথবা, পদ্মা নদীর উৎপত্তি কোথায়?

অথবা, Padma nodir utpotti sthol kothai?

()মানস সরোবর
()লুসাই পাহাড়
()আরাকান পাহাড়
()গঙ্গোত্রী হিমবাহ

উত্তরঃ ঘ) গঙ্গোত্রী হিমবাহ

ব্যাখ্যাঃ পদ্মা নদীর উৎপত্তি হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে।

পদ্মা নদীর উৎপত্তি কোথায়

একনজর দেখে নিইঃ

  • পদ্মা নদীর দৈর্ঘ্য কত-১২০ কি.মি. ৷
  • পদ্মা নদীর অপর নাম কি-কীর্তিনাশা৷
  • পদ্মা নদীর সর্বোচ্চ গভীরতা ১৫৭১ফুট বা ৪৭৯মিটার।
  • পদ্মা নদীর গড় গভীরতা ৯৬৮ফুট (২৯৫ মিটার)।
  • পদ্মা নদীর উপনদী কোনটি-মহানন্দা ৷
  • পদ্মা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার-৩৬৬ কি.মি.৷
  • পদ্মা নদীর শাখা নদী কোনগুলো-গড়াই, বড়াল, আড়িয়াল খাঁ, কুমার, মাথাভাঙ্গা, কপোতাক্ষ ইত্যাদি ৷
  • মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়?

    উত্তরঃ আসামের নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড় থেকে।

  • কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়?

    উত্তরঃ মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ থেকে।