35+ বিভিন্ন দেশের রাজধানীর নাম MCQ | Desher Rajdhanir Nam

5/5 - (8 votes)

Desher Rajdhanir Nam | বিভিন্ন দেশের রাজধানীর নাম MCQ: আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, বাংলাদেশের যেকোনো পরিক্ষায় বিভিন্ন দেশের রাজধানীর নাম, মুদ্রা, ব্যাংক থেকে প্রশ্ন এসে থাকে ৷ তাছাড়াও আমাদের বিভিন্ন প্রয়োজনে দেশের রাজধানীর নাম জানতে হয় ৷ যেকোনো দেশের রাজধানী ঐদেশের গুরুত্ত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হয় ৷ কেননা, রাজধানীকে ঘিরেই বিভিন্ন প্রতিষ্ঠান, বানিজ্য, দর্শনীয় জায়গা গড়ে উঠে ৷ তাছাড়া অধিকাংশ ভিজিটর অনলাইনে দেশের রাজধানী জানতে চান ৷ তাদের সুবিধার্থে আজকের পোষ্ট ৷ আশা করি আপনারা উপকৃত হবেন ৷ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে ৷ এরকম গুরুত্বপূর্ণ ট্রপিকগুলো mcq আকারে পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ সবাইকে ৷

বিভিন্ন দেশের রাজধানীর নাম MCQ | Desher Rajdhanir Nam

বিভিন্ন দেশের রাজধানীর নাম MCQ | Bivinno Desher Rajdhanir Nam

1. ইউক্রেনের রাজধানীর নাম কি?

(ক)মালদোভা
(খ)কিয়েভ
(গ)ক্রেমলিন
(ঘ)রিগা

উত্তরঃ কিয়েভ (খ)

2. অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি?

(ক)সিডনি
(খ)মেলবোর্ন
(গ)ভিয়েনা
(ঘ)ক্যানবেরা

উত্তরঃ ক্যানবেরা (ঘ)

3. রাশিয়ার রাজধানীর নাম কি?

(ক)মস্কো
(খ)রোম
(গ)বার্লিন
(ঘ)ব্রাসেলস

উত্তরঃ মস্কো (ক)

4. কানাডার রাজধানীর নাম কি?

(ক)ক্যালগ্যারি
(খ)টরেন্টো
(গ)ম্যানিটোবা
(ঘ)অটোয়া

উত্তরঃ অটোয়া (ঘ)

5. চীনের রাজধানীর নাম কি?

(ক)টোকিও
(খ)হংকং
(গ)বেইজিং
(ঘ)মালে

উত্তরঃ বেইজিং (গ)

6. ভারতের রাজধানীর নাম কি?

(ক)নয়া দিল্লি
(খ)মালে
(গ)ইসলামাবাদ
(ঘ)কাঠমান্ডু

উত্তরঃ নয়া দিল্লি (ক)

7. আমেরিকার রাজধানীর নাম কি?

(ক)নিউইয়র্ক
(খ)ওয়াশিংটন
(গ)লন্ডন
(ঘ)বেইজিং

উত্তরঃ ওয়াশিংটন (খ)

8. নেপালের রাজধানীর নাম কি?

(ক)দিল্লি
(খ)মালে
(গ)কাঠমান্ডু
(ঘ)বেইজিং

উত্তরঃ কাঠমান্ডু (গ)

9. বাংলাদেশের রাজধানীর নাম কি?

(ক)কাঠমান্ডু
(খ)বেইজিং
(গ)ঢাকা
(ঘ)দিল্লি

উত্তরঃ ঢাকা (গ)

10. ইন্দোনেশিয়া রাজধানীর নাম কি?

(ক)ব্যাংকক
(খ)জাকার্তা
(গ)ভিয়েনতিয়েন
(ঘ)কুয়ালালামপুর

উত্তরঃ জাকার্তা (খ)

সকল দেশের রাজধানীর নাম | Name of capital of all countries

11. শ্রীলঙ্কার রাজধানীর নাম কি?

(ক)টোকিও
(খ)বেইজিং
(গ)কলম্বো
(ঘ)কাঠমান্ডু

উত্তরঃ কলম্বো (গ)

12. সৌদি আরবের রাজধানীর নাম কি?

(ক)মক্কা
(খ)মদিনা
(গ)জেদ্দ
(ঘ)রিয়াদ

উত্তরঃ রিয়াদ (ঘ)

13. ইংল্যান্ডের রাজধানীর নাম কি?

(ক)লন্ডন
(খ)রোম
(গ)ওয়াশিংটন
(ঘ)ক্যানবেরা

উত্তরঃ লন্ডন (ক)

14. লেসোথো রাজধানীর নাম কি?

(ক)কায়রো
(খ)ম্যাসেরু
(গ)খার্তুম
(ঘ)ত্রিপলি

উত্তরঃ ম্যাসেরু (খ)

15. সিঙ্গাপুরের রাজধানীর নাম কি?

(ক)থিম্পু
(খ)কাঠমান্ডু
(গ)কুয়ালালামপুর
(ঘ)সিঙ্গাপুর সিটি

উত্তরঃ সিঙ্গাপুর সিটি (ঘ)

16. পাকিস্তানের রাজধানীর নাম কি?

(ক)কাবুল
(খ)করাচি
(গ)ইসলামাবাদ
(ঘ)কাশ্মীর

উত্তরঃ ইসলামাবাদ (গ)

17. পর্তুগালের রাজধানীর নাম কি?

(ক)লিসবন
(খ)হাভানা
(গ)তেগুসিগালপা
(ঘ)সান ম্যারিনো

উত্তরঃ লিসবন (ক)

18. মায়ানমারের রাজধানীর নাম কি?

(ক)বার্মা
(খ)কাঠমুন্ডু
(গ)ইয়াঙ্গুন
(ঘ)নেপিদে

উত্তরঃ নেপিদে (ঘ)

19. নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি?

(ক)ওয়েলিংটন
(খ)রোম
(গ)সুভা
(ঘ)উলানবাটর

উত্তরঃ ওয়েলিংটন (ক)

20. ইরানের রাজধানীর নাম কি?

(ক)ম্যানিলা
(খ)বাগদাদ
(গ)সিউল
(ঘ)তেহরান

উত্তরঃ তেহরান (ঘ)

পরীক্ষায় আসা বিভিন্ন দেশের রাজধানীর নাম

21. তুরস্কের রাজধানীর নাম কি?

(ক)রেইকিয়াভিক
(খ)আঙ্কারা
(গ)কোপেনহেগেন
(ঘ)অসলো

উত্তরঃ আঙ্কারা (খ)

22. কিউবার রাজধানীর নাম কি?

(ক)উলানবাটর
(খ)সান্টিয়াগো
(গ)মানামা
(ঘ)হাভানা

উত্তরঃ হাভানা (ঘ)

23. মালয়েশিয়ার রাজধানীর নাম কি?

(ক)ইসলামাবাদ
(খ)কুয়ালালামপুর
(গ)বার্লিন
(ঘ)রিগা

উত্তরঃ কুয়ালালামপুর (খ)

24. ইরাকের রাজধানীর নাম কি?

(ক)তেহরান
(খ)বাগদাদ
(গ)ভিয়েনতিয়েন
(ঘ)হ্যানয়

উত্তরঃ বাগদাদ (খ)

25. লিবিয়ার রাজধানীর নাম কি?

(ক)কায়রো
(খ)রাবাত
(গ)ত্রিপোলি
(ঘ)দোহা

উত্তরঃ ত্রিপোলি (গ)

26. মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি?

(ক)লাসা
(খ)বেইজিং
(গ)উলানবাটোর
(ঘ)দোহা

উত্তরঃ উলানবাটোর (গ)

27. জার্মানির রাজধানীর নাম কি?

(ক)বার্লিন
(খ)আঙ্কারা
(গ)কোপেনহেগেন
(ঘ)ডাবলিন

উত্তরঃ বার্লিন (ক)

28. আফগানিস্তানের রাজধানীর নাম কি?

(ক)করাচি
(খ)কাবুল
(গ)কোপেনহেগেন
(ঘ)ইসলামাবাদ

উত্তরঃ কাবুল (খ)

29. থাইল্যান্ডের রাজধানীর নাম কি?

(ক)লন্ডন
(খ)কাঠমান্ডু
(গ)ব্যাংকক
(ঘ)ইসলামাবাদ

উত্তরঃ ব্যাংকক (গ)

30. ইয়েমেনের রাজধানীর নাম কি?

(ক)সানা
(খ)ভিয়েনতিয়েন
(গ)সিউল
(ঘ)মানামা

উত্তরঃ সানা (ক)

সব দেশের রাজধানীর নাম | Name of the country’s capital

31. ঘানার রাজধানীর নাম কি?

(ক)বামাকো
(খ)আক্রা
(গ)লোমে
(ঘ)ইয়ামুসুক্রো

উত্তরঃ আক্রা (খ)

32. ব্রাজিলের রাজধানীর নাম কি?

(ক)ব্রাসিলিয়া
(খ)কারাকাস
(গ)ক্যানবেরা
(ঘ)সান্তিয়াগো

উত্তরঃ ব্রাসিলিয়া (ক)

32. সুইডেনের রাজধানীর নাম কি?

(ক)ওসলো
(খ)করাচী
(গ)স্টোকহোম
(ঘ)বেইজিং

উত্তরঃ স্টোকহোম (গ)

33. বসনিয়ার রাজধানীর নাম কি?

(ক)করাচী
(খ)ভিয়েনা
(গ)সারায়েভো
(ঘ)ডাবলিন

উত্তরঃ সারায়েভো (গ)

34. চিলির রাজধানীর নাম কি?

(ক)সান্টিয়াগো
(খ)তেগুচিগালপা
(গ)নাসাউ
(ঘ)কোস্টারিকা সিটি

উত্তরঃ সান্টিয়াগো (ক)

35. ফিলিস্তিন এর রাজধানীর নাম কি?

(ক)ইসলামাবাদ
(খ)জেরুসালেম
(গ)নাসাউ
(ঘ)ইয়ামুসুক্রো

উত্তরঃ জেরুসালেম (খ)

36. মালদ্বীপের রাজধানীর নাম কি?

(ক)কাবুল
(খ)জেরুসালেম
(গ)মালে
(ঘ)থিম্পু

উত্তরঃ মালে (গ)

37. আর্জেন্টিনার রাজধানীর নাম কি?

(ক)বুয়েন্স আয়ার্স
(খ)বোগোতা
(গ)কারাকাস
(ঘ)জর্জটাউন

উত্তরঃ মালে (গ)

কিছু জিজ্ঞাসাঃ

দুবাই রাজধানীর নাম কি?

উত্তরঃ বন্ধুরা, প্রশ্ন করে থাকেন যে, দুবাই রাজধানীর নাম কি? কিন্তু আপনি কি জানেন যে, দুবাই কোনো দেশের নাম কিংবা রাজধানী নয় ৷ মরুভূমি দেশ সংযুক্ত আরব আমিরাতে (UAE) অবস্থিত বিখ্যাত একটি শহর দুবাই, যা এটি সাতটি আমিরাত নিয়ে গঠিত ।

লন্ডনের রাজধানীর নাম কি?

উত্তরঃ লন্ডন কোনো দেশের নাম নয় বরং এটি যুক্তরাজ্য ও ইংল্যান্ডের রাজধানী ৷ লন্ডন শহরটি টেমস নদীর তীরে অবস্থিত। এটি ইউরোপের অন্যতম বৃহৎ নগর ও অর্থনৈতিক কেন্দ্র।

বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি?

উত্তরঃ বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম মুজিবনগর ৷

কোন দেশের রাজধানীর নাম সানা?

উত্তরঃ ইয়েমেন দেশের রাজধানীর নাম সানা ৷

বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি?

উত্তরঃ বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম হলো চট্টগ্রাম ৷ যাকে বাংলাদেশের প্রবেশদ্বার, বার আউলিয়ার শহর বলা হয় ৷