তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়?

5/5 - (2 votes)

প্রশ্নঃ তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়?

অথবা, তিস্তা নদীর উৎপত্তি কোথায়?

অথবা, Tista nodir utpotti sthol kothai?

()সিকিমের পার্বত্য অঞ্চল
()লুসাই পাহাড়
()হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ
()তিব্বতের মানস সরোবর

উত্তরঃ সিকিমের পার্বত্য অঞ্চল

ব্যাখ্যাঃ তিস্তা নদীর উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল৷

তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়

একনজর দেখে নিইঃ

  • তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য ৩১৫ কিমি৷
  • তিস্তা নদীর ১১৫ কিমি বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত।
  • তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য ১৭৭ কিলোমিটার।
  • তিস্তা নদীর পূর্ব অংশের বা ডানদিকের অংশের নাম তরাই৷
  • তিস্তা নদীর পশ্চিমভাগকে বা বাদিকের অংশকে ডুয়ার্স নামে ডাকা হয় ৷
  • তিস্তা নদীর উপনদীগুলি হল রঙ্গিত, রজনী, খেল, গিশ ।
  • পদ্মা নদীর উৎপত্তি কোথায়?

    উত্তরঃ হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে।।

  • মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়?

    উত্তরঃ আসামের নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড় থেকে।