প্রশ্নঃ তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়?
অথবা, তিস্তা নদীর উৎপত্তি কোথায়?
অথবা, Tista nodir utpotti sthol kothai?
(ক) | সিকিমের পার্বত্য অঞ্চল |
(খ) | লুসাই পাহাড় |
(গ) | হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ |
(ঘ) | তিব্বতের মানস সরোবর |

একনজর দেখে নিইঃ
-
পদ্মা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে।।
-
মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ আসামের নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড় থেকে।