প্রশ্নঃ টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?
অথবা, টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্হিত?
অথবা, Tungipara Kon Nodir Tire Obosthito?
(ক) | বাইগার |
(খ) | মধুমতি |
(গ) | পদ্মা |
(ঘ) | কালীগঙ্গা |

একনজর দেখে নিইঃ
- সুরমা নদীর তীরে অবস্থিত-সিলেট৷
- তেঁতুলিয়া ও বলেশ্বর নদীর তীরে অবস্থিত-ভোলা৷
- খোয়াই নদীর তীরে অবস্থিত-হবিগঞ্জ৷
- মনু নদের তীরে অবস্থিত-মৌলভীবাজার৷
- পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত-জামালপুর৷
- পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত-কিশোরগঞ্জ৷
-
মধুমতি নদী কোথায় অবস্থিত?
উত্তরঃ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাগুরা, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ এবং বাগেরহাট জেলায় অবস্থিত মধুমতি নদী।
-
মধুমতি কোন নদীর শাখা নদী?
উত্তরঃ পদ্মা নদীর৷
-
মধুমতি সেতু কোথায় অবস্থিত?
উত্তরঃ গোপালগঞ্জ জেলা ও নড়াইল জেলায় প্রবাহিত মধুমতি নদীতে নির্মিত ৷
-
মধুমতি নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ গড়াই নদী হতে ৷