50+ চাকমা উপজাতি নিয়ে MCQ | All questions about Chakma tribe

5/5 - (4 votes)

All questions about Chakma tribe | চাকমা উপজাতি নিয়ে MCQ: আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, বাংলাদেশের বিষয়াবলি থেকে উপজাতি কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ৷ তাই চাকমা উপজাতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ mcq দিয়েছি যেগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে ৷ এরকম গুরুত্বপূর্ণ ট্রপিকগুলো mcq আকারে পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ সবাইকে ৷

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে থাকে ৷ এদের মধ্যে চাকমা উপজাতি সংখ্যায় সবচেয়ে বেশি এবং এদেরকে সর্ববৃহৎ এথনিক গুষ্টি হিসেবে পরিচিত ৷ চাকমা শব্দের অর্থ মানুষ ৷ বাংলাদেশের রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে এদের সংখ্যা সবচেয়ে বেশি ৷ চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বিজু ৷ চাকমাদের ভাষার নাম চাঙমা বা চাকমা ৷ এদের প্রধান খাদ্য ভাত ও ভুট্টা ৷ চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী ৷ নিচে চাকমা উপজাতিদের নিয়ে গুরুত্ত্বপূর্ণ MCQ দেওয়া হয়েছে ৷ একনজরে পড়ে রাখুন, যেকোনো পরিক্ষায় কাজে লাগতে পারে ৷

চাকমা উপজাতি নিয়ে MCQ | All questions about Chakma tribe

চাকমা উপজাতি নিয়ে MCQ | All questions about Chakma tribe

1. ভাষা আন্দোলনের সময় চাকমারা সমর্থন করেছিল কোন ভাষাকে?

(ক)উর্দু
(খ)বাংলা
(গ)চাকমা ভাষা
(ঘ)আঞ্চলিক ভাষা

উত্তরঃ বাংলা (খ)

2. চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি?

(ক)বিজু
(খ)ওয়ানগালা
(গ)সান্দ্রে
(ঘ)সাংগ্রাই

উত্তরঃ বিজু (ক)

3. বাংলা নববর্ষ উপলক্ষে চাকমাদের পালিত উৎসবের নাম কি?

(ক)বিজু
(খ)ওয়ানগালা
(গ)সান্দ্রে
(ঘ)সাংগ্রাই

উত্তরঃ বিজু (ক)

4. বাংলাদেশের কোন অংশে চাকমা জনগোষ্ঠী বাস করেন?

(ক)বরিশাল
(খ)রাঙ্গামাটি
(গ)চাঁদপুর
(ঘ)ফরিদপুর

উত্তরঃ রাঙ্গামাটি (খ)

5. চাকমাদের প্রধান উৎসব কি?

(ক)ওয়ানগালা
(খ)সাংগ্রাই
(গ)বিজু
(ঘ)সান্দ্রে

উত্তরঃ বিজু (গ)

6. চাকমাদের ভাষার নাম কি?

(ক)আঞ্চলিক
(খ)হিন্দি
(গ)বাংলা
(ঘ)চাঙমা

উত্তরঃ চাঙমা (ঘ)

7. চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?

(ক)ফেবো
(খ)চাকমা
(গ)বহান্য
(ঘ)ইনা

উত্তরঃ ফেবো (ক)

8. চাকমাদের মৌজা প্রধানকে কি বলে?

(ক)মাষ্টার
(খ)হেডম্যান
(গ)কর্তা
(ঘ)মাতাব্বর

উত্তরঃ হেডম্যান (খ)

9. চাকমা শব্দের অর্থ কি?

(ক)সূর্য্য
(খ)মানুষ
(গ)চাঁদ
(ঘ)অলংকার

উত্তরঃ মানুষ (খ)

10. চাকমারা কোন ধর্মাবলম্বী?

(ক)বৌদ্ধ
(খ)হিন্দু
(গ)খ্রীষ্টান
(ঘ)প্রকৃতি পূজারি

উত্তরঃ বৌদ্ধ (ক)

11. চাকমাদের প্রধান খাদ্য কি?

(ক)রুটি
(খ)ভাত
(গ)মাছ
(ঘ)ডাল

উত্তরঃ ভাত (খ)

12. চাকমা বিদ্রোহের নেতা কে ছিলেন?

(ক)লড়াকু
(খ)বিরসা মুন্ডা
(গ)জান বকস খান
(ঘ)দশরথ দেব

উত্তরঃ জুম্মা খান (গ)

13. চাকমা সমাজের প্রধান কে?

(ক)রাজা
(খ)রাণী
(গ)প্রধানমন্ত্রী
(ঘ)মোড়ল

উত্তরঃ রাজা (ক)

14. চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয়?

(ক)সাংগ্রেন
(খ)বিজু
(গ)তনচংগা
(ঘ)নও উৎসব

উত্তরঃ বিজু (খ)

15. চাকমা মেয়েদের বিশেষ ধরনের পোশাক কে কি বলে?

(ক)ওয়াংলাই
(খ)পিনন
(গ)পাঁচি
(ঘ)পাঁচাতাত

উত্তরঃ পিনন (খ)

16. ফাল্গুনী পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব?

(ক)চাকমাদের
(খ)হিন্দুদের
(গ)খ্রিস্টানদের
(ঘ)বৌদ্ধদের

উত্তরঃ চাকমাদের (ক)

17. বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি?

(ক)চাকমা
(খ)সাঁওতাল
(গ)গারো
(ঘ)মারমা

উত্তরঃ চাকমা (ক)

18. ত্রিপিটক বাংলাদেশের কোন উপজাতির প্রধান ধর্মীয়গ্রন্থ?

(ক)মারমা
(খ)গারো
(গ)চাকমা
(ঘ)হাজং

উত্তরঃ চাকমা (গ)

19. বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি?

(ক)চাকমা
(খ)হাজং
(গ)রোহিঙ্গা
(ঘ)গারো

উত্তরঃ চাকমা (ক)

20. চাকমা উপজাতি নিজেদের কি বলে পরিচয় দেয়?

(ক)উপজাতি
(খ)চাঙমা
(গ)মানুষ
(ঘ)ক্ষুদ্রগোষ্টী

উত্তরঃ চাঙমা (খ)

21. বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষিত উপজাতি কোনটি?

(ক)সাঁওতাল
(খ)চাকমা
(গ)গারো
(ঘ)ত্রিপুরা

উত্তরঃ চাকমা (খ)

22. চাকমাদের গ্রামগুলো কি নামে পরিচিত??

(ক)পুঞ্জি
(খ)গ্রাম
(গ)বারাং
(ঘ)আদাম

উত্তরঃ আদাম (ঘ)