কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়?

5/5 - (3 votes)

প্রশ্নঃ কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়?

অথবা, কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়?

অথবা, Karnaphuli Nodir Utpotti Sthol Kothai?

()গঙ্গোত্রী হিমবাহ
()লুসাই পাহাড়
()মাস সরোবর
()হিমালয় পর্বতে

উত্তরঃ খ) লুসাই পাহাড়

ব্যাখ্যাঃ কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ থেকে।

কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়

একনজর দেখে নিইঃ

  • কর্ণফুলী নদীর গভীরতা কত—৯-১১মি. ৷
  • কর্ণফুলী নদীটির বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১৬১ কিলোমিটার এবং গড় প্রস্থ ৪৫৩ মিটার ৷
  • কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত—৩২০ কি.মি.৷
  • কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে—মিজোরাম৷
  • কর্ণফুলী নদীর উপনদী কোনটি—হালদা, বোয়ালখালী, কাসালং, সাহনী।
  • কর্ণফুলী নদীর উপর সেতুর নাম—শাহ্‌ আমানত সেতু
  • কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতু কত সালে স্থাপিত হয়—১৯৩১ সালে৷
  • কর্ণফুলী নদীর তীরে কোন শহর অবস্থিত—চট্টগ্রাম
  • করতোয়া নদীর উৎপত্তিস্থল কোথায়?

    উত্তরঃ সিকিমের পার্বত্য অঞ্চল।

  • সুরমা নদীর উৎপত্তিস্থল কোথায়?

    উত্তরঃ উত্তর পূর্ব ভারতের বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে যায়।