প্রশ্নঃ আরাফাতের পূর্ব নাম কি?
(ক) | ওয়াদীয়ে নামান |
(খ) | ওয়াদীয়ে কুরা |
(গ) | ওয়াদীয়ে মুহাসসার |
(ঘ) | ওয়াদীয়ে তুয়া |

একনজর দেখে নিইঃ
-
আরাফাতের ময়দান কোথায় অবস্থিত?
উত্তরঃ মক্কা থেকে ২০ কিমি দক্ষিণ পূর্বে অবস্থিত একটি সমতল অঞ্চল।
-
আরাফাতের দিন কোনটি?
উত্তরঃ যিলহজ্জ মাসের ৯ তারিখ৷