আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?

Rate this post

প্রশ্নঃ আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?

ক) ফ্রান্স

খ) সুইজারল্যান্ড

গ) নেদারল্যান্ড

ঘ) জার্মানী

সঠিক উত্তরঃ গ) নেদারল্যান্ড ৷

  • আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ড অবস্থিত ৷
  • আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত-১৫ জন ৷
  • আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়-সদর দপ্তর হেগ, নেদারল্যান্ডে।
  • আন্তর্জাতিক আদালতের কাজ কি-আন্তর্জাতিক বিভিন্ন বিবাদের মীমাংসা করা হয় বিশ্বের বিভিন্ন সমস্যার যৌক্তিক সমাধানে এ আদালত কাজ করে যাচ্ছে।
  • আন্তর্জাতিক আদালতে কোন দুটি দেশ প্রথম মামলা করেছিল-যুক্তরাজ্য ও আলবেনিয়া ৷
  • আন্তর্জাতিক আদালতের বর্তমান সভাপতি কে-আব্দুল কাওয়াই আহমেদ ইউসুফ ৷
  • আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ-৩বছর ৷
  • আন্তর্জাতিক আদালতের প্রথম মহিলা বিচারপতির নাম কি-রোজানিল হিগিল ( ব্রিটেন ) ।
  • আন্তর্জাতিক আদালতের বিচারকের কার্যকাল কত বছর-৯বছর৷
  • আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কত বছরের জন্য নির্বাচিত হন-৯বছর ৷
  • আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কত সালে-১৯৪৫ সালে ৷