HSC আঠারো বছর বয়স কবিতার প্রশ্ন ও উত্তর

5/5 - (2 votes)

আঠারো বছর বয়স কবিতার প্রশ্ন ও উত্তরঃ “আঠারো বছর বয়স” কবি সুকান্ত ভট্টাচার্যের লিখা একটি কবিতা, যা ছারপত্র কাব্যগ্রন্থের অন্তর্গত ৷ কবিতাটি এইচএসসি শিক্ষার্থীদের বাংলা ১ম পত্রের কবিতা অংশে রয়েছে ৷ প্রিয়োশিক্ষার্থীরা আজকের আর্টিকেল থেকে আপনারা প্রায় ৫০+ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর জানতে পারবেন ৷ এই কবিতা থেকে সৃজনশীল প্রশ্নের সাথে সাথে MCQ এসে থাকে ৷ আপনারা যারা শৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর অনলাইনে খুজে থাকেন, তাদের জন্য আশাকরি উপকৃত হবে ৷ তাই নিচ থেকে HSC আঠারো বছর বয়স কবিতার প্রশ্ন ও উত্তর গুলো দেখে নিন ৷

আরও পড়ুনঃ

HSC আঠারো বছর বয়স কবিতার প্রশ্ন ও উত্তর

HSC আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

০১. ‘আঠারো বছর বয়স’ কবিতার লেখক কে?

উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য ৷

০২. আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তরঃ মাত্রাবৃত্ত ছন্দে ৷

০৩. আঠারো বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

উত্তরঃ ছারপত্র ৷

০৪. সুকান্তের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কী?

উত্তরঃ ছারপত্র ৷

০৫. সুকান্ত ভট্টাচার্যের জীবিত অবস্থায় বের হওয়া একমাত্র গ্রন্থ কোনটি?

উত্তরঃ আকাল।

০৬. ‘তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা’ -কিসের যন্ত্রণা?

উত্তরঃ সামাজিক অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন দেখে প্রাণবন্ত তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে।

০৭. ‘দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার’-এর পরের লাইন কী?

উত্তরঃ ‘ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ’।

০৮. ‘আঠারো বছর বয়স’ কবিতার মূল বৈশিষ্ট্য কী?

উত্তরঃ যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি।

০৯. ‘এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর’ -এর পরের লাইন কী?

উত্তরঃ ‘এ বয়সে কানে আসে কত মন্ত্রণা’।

১০. ‘আঠারো বছর বয়সের নেই ভয়’ -এর পরের লাইন কী?

উত্তরঃ ‘পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা’।

আঠারো বছর বয়স কবিতার প্রশ্ন ও উত্তর

১১. ‘এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবো আমি’ কার কথা বলা হয়েছে?

উত্তরঃ কবি সুকান্ত ভট্টাচার্য ৷

১২. ‘আঠারো বছর বয়স’ কবিতায় “বয়স” শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ উনিশ বার।

১৩. ‘আঠারো বছর বয়স’ কবিতায় “আঠারো” শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ নয় বার।

১৪. ‘আঠারো বছর বয়স’ কবিতায় “এ বয়স” শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ বারো বার।

১৫. ‘আঠারো বছর বয়স’ কবিতায় “আঠারো বছর” কতবার ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ সাত বার।

১৬. ‘আঠারো বছর বয়স’ কবিতায় “আঠারো বছর বয়স” কতবার ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ সাতবার।

১৭. কবি সুকান্ত ভট্টাচার্যের ধারণা সব অন্যায়ের বিরুদ্ধাচারণ করে কোন বয়স?

উত্তরঃ আঠারো বছর বয়স।

১৮. ‘প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য’ -পঙ্ক্তিটির রচয়িতা কে?

উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য।

১৯. আঠারো বছর বয়সে কী উকি দেয়?

উত্তরঃ দুঃসাহস।

২০. আঠারো কিসের প্রতীক?

উত্তরঃ যৌবনের, প্রতিবাদের, আত্মপ্রত্যয়ের।

২১. আঠারো বছর বয়স লক্ষ দীর্ঘশ্বাসে কী হয়?

উত্তরঃ কালো।

২২. ভীরু ও কাপুরুষ হবার বয়স নয় কোনটি?

উত্তরঃ আঠারো বছর।

২৩. দুঃসাহসী হওয়ার সূচনা কত বছর বয়সে শুরু হয়?

উত্তরঃ আঠারো বছরে।

২৪. বেদনায় থরো থরো কাঁপে কোন বয়স?

উত্তরঃ আঠারো বছরে।

আঠারো বছর বয়স কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন

২৫. স্বাধীনভাবে চলার ঝুঁকি নিতে হয় কোন বয়সে?

উত্তরঃ আঠারো বছরে।

২৬. আঠারো বছর বয়স কিসের বেগে চলে?

উত্তরঃ বাষ্পের বেগে।

২৭. কবি এদেশের জন্য কী প্রার্থনা করেছেন?

উত্তরঃ আঠারো বছর বয়স।

২৮. কবিতায় আঠারো বছর বয়সকে কী বলা হয়?

উত্তরঃ দুঃসহ।

২৯. আঠারো বছর বয়স পথে প্রান্তরে কী ছোটায়?

উত্তরঃ তুফান ৷

৩০. ‘এ বয়সে কানে আসে কত মন্ত্রণা’-কোন বয়সে?

উত্তরঃ আঠারো বছর বয়সে ৷

৩১. ‘আঠারো বছর বয়স জানে না কাঁদা’-কেন?

উত্তরঃ কারণ এ বয়সে মানুষ হয় আত্মপ্রত্যয়ী ও আত্মনির্ভরশীল।

৩২. ‘এদেশের বুকে আঠারো আসুক নেমে’-কেন?

উত্তরঃ কল্যাণের জন্য।

৩৩. আঠারো বছর বয়স কী নয়?

উত্তরঃ মাথা নোয়াবার নয়।

৩৪. মানুষ কখন সাহসী হয়ে ওঠে?

উত্তরঃ যৌবনের শুরুতে।

৩৫. আঠারো বছর বয়স আত্মাকে সঁপে-কীসের কোলাহলে?

উত্তরঃ শপথের।

৩৬. কবি এদেশের বুকে কী নেমে আসার কথা বলেছেন?

উত্তরঃ আঠারো বছর বয়স।

৩৭. আঠারো বছর বয়সে অবিশ্রান্ত রূপে কী আসে?

উত্তরঃ আঘাত।

৩৮. কবির কাছে আঠারো বছরে ছুটে চলাকে কী মনে হয়েছে?

উত্তরঃ বাষ্পের বেগে স্টিমারের মতো।

৩৯. ‘এ বয়সে তাই নেই কোনো সংশয়’ এর পরবর্তী চরণ কী?

উত্তরঃ ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’।

আঠারো বছর বয়স জ্ঞানমূলক প্রশ্ন

৪০. কোন বয়সে দুঃসাহসেরা উকি দেয়?

উত্তরঃ আঠারো বছর বয়সে ৷

৪১. “আকাল” সুকান্ত ভট্টাচার্যের কি ধরণের রচনা?

উত্তরঃ কাব্যগ্রন্থ ৷

৪২. ছাড়পত্র কাব্যগ্রন্থটি কতসালে প্রকাশিত হয়?

উত্তরঃ ১৯৪৮ সালে ৷

৪৩. কবি সুকান্ত ভট্টাচার্য কোন দৈনিক পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?

উত্তরঃ দৈনিক স্বাধীনতা ৷

৪৪. কবি সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে কিসের বিরুদ্ধে বিপ্লব ও মুক্তির আহ্বান জানিয়েছেন?

উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য তাঁর কাব্যে অন্যায়-অবিচার শোয়ণ-বঞ্চনার বিরুদ্ধে বিপ্লব ও মুক্তির আহ্বান জানিয়েছেন।

৪৫. কোন বয়সে অজস্র প্রাণ ক্ষত-বিক্ষত হয় বলে কবি উল্লেখ করেছেন?

উত্তরঃ আঠারো বছর বয়সে ৷

৪৬. শপথের কোলাহলে কারা আত্মাকে সমপর্ণ করে?

উত্তরঃ আঠারো বছর বয়সি তরুণেরা ৷

৪৭. পূর্ভাবাস কোন ধরণের রচনা?

উত্তরঃ কাব্যগ্রন্থ ৷

৪৮. আঠারো বছর বয়স কিসে কালো?

উত্তরঃ লক্ষ দীর্ঘশ্বাসে কালো ৷

৪৯. মানবজীবনের উত্তরণকালীন বয়স কোন সময়?

উত্তরঃ আঠারো বছর বয়স ৷

৫০. কিসের ক্ষেত্রে আঠারো বছর বয়স থেমে যায় না?

উত্তরঃ পথচলার ক্ষেত্রে ৷

৫১. সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থের নাম কী?

উত্তরঃ আকাল ৷